1. dailyabhijan@gmail.com : dailyabhijan : dailyabhijan
  2. doiniknojornews@gmail.com : doiniknojornews : doiniknojornews
  3. somoyersathetv@gmail.com : somoyersathetv : somoyersathetv
  4. vantagesoftglobal@gmail.com : vantagesoftglobal vantagesoftglobal : vantagesoftglobal vantagesoftglobal

৪ প্রতিষ্ঠান ছাড়লেন বিএনপির প্রার্থী পুতুল

  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ৭১ টাইম ভিউ

নিজস্ব প্রতিবেদক :

 নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল,আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার জন্য চারটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন। নির্বাচন কমিশনের আচরণবিধি অনুসরণ করতেই এসব পদ থেকে তিনি সরে দাঁড়িয়েছেন বলে জানা গেছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দিনগত রাতে বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন নাটোর-১ আসনে বিএনপি মনোনীত এই প্রার্থী।

সোমবার চারটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের দায়িত্ব থেকে পদত্যাগ করেন ফারজানা শারমিন পুতুল।

এর মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইন উপদেষ্টা, ক্যাপিটাল ল’ কলেজের গভর্নিং বডির সভাপতি, গ্রিন ডেল্টা লাইফ ইন্সুরেন্স লিমিটেড এবং ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো)-এর স্বাধীন পরিচালক পদ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেন তিনি।

ফারজানা শারমিন পুতুল সময়ের সাথে টিভি কে জানান, নির্বাচনী আচরণ বিধি অনুযায়ী এসব পদে থাকলে সে বিষয়ে নির্বাচন কমিশনে ব্যাখ্যা দিতে হতে পারে। এ ছাড়া নির্বাচনী ব্যস্ততায় ওইসব প্রতিষ্ঠানে পর্যাপ্ত সময়ও তিনি দিতে পারবেন না। তাই তিনি চান না তার ব্যস্ততার কারণে ওইসব প্রতিষ্ঠানের নিয়মিত কার্যক্রম বাধাগ্রস্ত হোক।এসব বিবেচনায় পদত্যাগের এই সিদ্ধান্ত নিয়েছেন।

ফারজানা শারমিন পুতুল দীর্ঘদিন ধরে আইন, শিক্ষা ও কর্পোরেট খাতের বিভিন্ন প্রতিষ্ঠানে সক্রিয়ভাবে দায়িত্ব পালন করে আসছিলেন। প্রতিষ্ঠানেগুলোতে তার পেশাগত ভূমিকাও ছিল উল্লেখযোগ্য। তবে নির্বাচনে অংশগ্রহণের স্বচ্ছতা ও আইনি বাধ্যবাধকতা রক্ষার স্বার্থে এসব দায়িত্ব থেকে পদত্যাগ করলেন তিনি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
শিরোনাম :