নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার (২২ অক্টোবর) রাত ৭ টার সময় বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ কুষ্টিয়া জেলা শাখা আয়োজিত সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল জলিল এর স্মরণসভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ নজরুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা কুষ্টিয়া কোর্টের জিপি অ্যাডভোকেট আখতারুজ্জামান মাসুম। আরো বক্তব্য দেন সংগঠনের প্রবীণ সদস্য রেড ক্রস কুষ্টিয়ার সহ-সভাপতি সৈয়দ মোরশেদ আলম মধু। সংগঠনের সহ-সভাপতি মোঃ শফিকুর রহমান সাবেক প্রিন্সিপাল কুষ্টিয়া সরকারি কলেজ নির্বাহী সদস্য মিজানুর রহমান মির্জা। যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সাত্তার। আরও বক্তব্য দেন প্রবীণ হিতৈষী সংঘ কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক পারভেজ মাজমাদার। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মোঃ মুকুল হোসেন অর্থ সম্পাদক।
পারভেজ মাজমাদার বলেন অ্যাডভোকেট আব্দুল জলিলের মৃত্যু একটি অপূরণীয় ক্ষতি যা তিলে তিলে অনুভব করা যাচ্ছে। তবে বিধির লিখন যায়না খন্ডন তাইতো আমরা আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা জীব আমাদের প্রত্যেককে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এটি অস্বীকার করার মতো ক্ষমতা কারো নেই। এডভোকেট আব্দুল জলিল ছিলেন কুষ্টিয়া জেলার স্বাধীনতা চলাকালীন সময় প্রথম পতাকা উত্তোলনকারী ব্যক্তি। তিনি সর্বপ্রথম কুষ্টিয়া ইসলামিয়া কলেজে প্রাঙ্গনে পতাকা উত্তোলন করেন। তাই বাংলাদেশের একজন খ্যাতিনামা বীর মুক্তিযোদ্ধা মারা যাওয়াতে আমরা গভীরভাবে শোকাহত। তাই আল্লাহর কাছে প্রার্থনা, তাকে যেন জান্নাতুল ফেরদৌস নসিব করেন।
সভাপতি তার বক্তব্যে তুলে ধরেন কুষ্টিয়া জেলায় স্বাধীনতা যুদ্ধ চলাকালীন সময় প্রথম পতাকা উত্তোলনকারী ব্যক্তি অ্যাডভোকেট আব্দুল জলিল। তিনি কুষ্টিয়া বাসীর জন্য যে অপূরণীয় ত্যাগ স্বীকার করে গেছেন তা কুষ্টিয়াবাসী সারা জীবন মনে রাখবে।
অনুষ্ঠানের সবশেষে দোয়া পরিচালনা করেন মিজানুর রহমান মির্জা।
প্রযুক্তি সহায়তায়: Star Web Host It
Leave a Reply