মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার
কুষ্টিয়া জেলা প্রতিনিধি।
কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলায় কুষ্টিয়া ভেড়ামারা মহাসড়কে দিনে দুপুরে ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতি।আনুমানিক দুপুর বারোটা ত্রিশ মিনিটে,চারজনের সঙ্গবদ্ধ একটি ডাকাত দল, হাটে পথে গরুর ব্যাপারীদের ছয়জনের একটি গ্রুপ অটো রিকশাতে ছিল। দুটি মোটরসাইকেল যোগে আশা চার জনের একটি সঙ্গবদ্ধ ডাকাত দল,অটো রিক্সা টিকে থামিয়ে বলে নেমে আয় আমরা ডিবি পুলিশ। ব্যাপারী ছয় জন নিচে নামতেই,বলে মজায় কি আছে বার কর, একজন ব্যাপারীর মাজায় লুঙ্গিতে থাকা ৯৫ হাজার টাকা অপর একজন এর কাছ থেকে ৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। ওই সময় পিছন থেকে আসা আরো কয়েকটি অটো রিক্সা এসে উপস্থিত হয়ে যায়। সাধারণ যাত্রীরা এক ডাকাতকে ধরে ফেলতে সক্ষম হয়, অন্য তিনজন একজনের হাতে চাকু দিয়ে আঘাত করে মোটরসাইকেল যোগে পালিয়ে যায়। ঘটনায় আটক হওয়া ব্যক্তির নাম ইফাজ। তার নামে এটি এম বুথ ছিনতাই করা একটি মামলা রয়েছে, পালিয়ে যাওয়া একজনের নাম বায়োজিদ তার পিতা পুলিশে চাকুরী করেন বলে জানা যায়।সাধারণ জনতা ডাকাত টিকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেয়, ছিনতাই করা ৯৫ হাজার এবং অপর একজনের ৫ হাজার টাকা গরুর ব্যাপারী ফিরে পেয়েছে বলে জানান।
প্রযুক্তি সহায়তায়: Star Web Host It
Leave a Reply