মোঃ রাকিব ইসলাম পাটগ্রাম প্রতিনিধি
উত্তরবঙ্গের লালমনিরহাটে কার্তিকের শুরুতেই পাটগ্রাম সীমান্তে এলাকায় শীতের আমেজে কুয়াশা পড়তে শুরু করেছে। বেশ কিছুদিন ভোর থেকে ঘনকুয়াশার চাদরে ঢাকা পড়ে পাটগ্রাম। এ মৌসুমে আজই সবচেয়ে বেশি কুয়াশা বলে জানিয়েছে সাধারণ মানুষ। ঘন কুয়াশার কারণে সকাল সাড়ে ৮টা পর্যন্ত সড়ক ও মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে ধীর গতিতে চলাচল করেছে সকল ধরনের যানবাহন। তবে কুয়াশা পড়লেও শীত এখনো নামেনি। গরম না থাকলেও শীত অনুভূত হচ্ছে না। তবে শীত অনুভূত হোক আর না হোক কুয়াশাকে দারুণভাবে উপভোগ করছে মানুষ। উপজেলার বেংকান্দা এলাকার গ্রামের আকমল হোসেন বলেন, আজ কার্তিকের ৬ তারিখ। কয়েকদিন ধরে কুয়াশা পড়ছে। কিন্তু আজ খুব বেশি কুয়াশা পড়েছে। তবে শীত নেই। কুয়াশা দেখে মনে হচ্ছে শীত কড়া নাড়ছে দরজায়।
মুসল্লি শাহিন আলম বলেন, ফজরের নামাজ পড়ার জন্য বাড়ি থেকে মসজিদে যাওয়ার সময় দেখি অনেক কুয়াশা পড়ছে। কিন্তু মসজিদের ভেতরে গিয়ে ফ্যান চালিয়ে নামাজ আদায় করতে হয়েছে। গাড়ি চালক হুছেন আলী বলেন, গাড়ি নিয়ে লালমনিরহাট সদর যাবো বলে বের হয়েছি। এদিকে রাস্তায় এসে দেখি প্রচুর কুয়াশা পড়ছে। সব ধরনের যানবাহন হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে।উপজেলার সীমান্তবর্তী এলাকায় দেখা যায়, ধানক্ষেতে মাকড়সা জাল বুনেছে। সেই জালে শিশির জমেছে। ধান গাছের পাতা থেকে টপটপ করে পড়ছে শিশিরবিন্দু। দহগ্রাম থেকে পাটগ্রাম বাজারে সবজি নিয়ে আসা রানা ইসলাম বলেন, গ্রামের রাস্তায় অনেক কুয়াশা। খুব সকালে দূরে কিছু দেখা যাচ্ছিল না। তাই ধীরে ধীরে আসতে হয়েছে। এ সময় এমন কুয়াশা স্বাভাবিক বিষয়। এভাবেই আস্তে আস্তে শীত চলে আসবে। তবে পাটগ্রামের তাপমাত্রা ২৪-২৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে
প্রযুক্তি সহায়তায়: Star Web Host It
Leave a Reply