1. anusandhanteam@gmail.com : anusandhanteam anusandhanteam : anusandhanteam anusandhanteam
  2. chtvoice24@gmail.com : chtvoice24 : chtvoice24 chtvoice24
  3. dailykushtiatimes@gmail.com : dailykushtiatimes dailykushtiatimes : dailykushtiatimes dailykushtiatimes
  4. news@gmail.com : news :
  5. somoyersathetv@gmail.com : somoyersathetv somoyersathetv : somoyersathetv somoyersathetv

মানিকগঞ্জে পৌর ছাএ অধিকার পরিষদের আহবায়ক কমিটির অনুমোদন।

  • আপডেটের সময় : রবিবার, ২০ অক্টোবর, ২০২৪
  • ৫৯ টাইম ভিউ

মানিকগঞ্জে পৌর ছাএ অধিকার পরিষদের আহবায়ক কমিটির অনুমোদন।

  • মানিকগঞ্জ প্রতিনিধি, অনুসন্ধান টিম মানিকগঞ্জে পৌর ছাএ অধিকার পরিষদের আহবায়ক কমিটির অনুমোদন।
  1. মানিকগঞ্জ পৌর ছাত্র অধিকার পরিষদকে  সাংগঠনিক কাজ কে গতিশীল করার লক্ষে পৌরসভা ছাএ অধিকার পরিষদের  নবগঠিত আহ্বায়ক কমিটির  অনুমোদন করা হয়েছে ।

শনিবার  (১৯  অক্টোবর) বাংলাদেশ ছাএ অধিকার পরিষদের মানিকগঞ্জ জেলার সভাপতি মামুন শেক   ও সাধারণ সম্পাদক মাহফুজ হোসেন রাসেল স্বাক্ষরিত জেলা শাখার প্যাডে এক প্রেস বিজ্ঞপ্তিতে আগামী ৬ মাসের জন্য মানিকগঞ্জ পৌরসভা কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। উক্ত কমিটি আগামী ৬ মাসের মধ্যে পূর্নাঙ্গ করার নির্দেশ দেওয়া হয় এ সময়।

পৌর কমিটিতে মো আব্দুল কাইয়ুম সভাপতি, উজাইরুল ইসলাম সাধারণ সম্পাদক এবং পলব হোসেন  কে সাংগঠনিক সম্পাদক করে ২০ জন সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে।

অন্যান্যরা হলেন, সহ-সভাপতি,আশিষ কুমার সরকার, দপ্তর সম্পাদক মোঃ আরাফাত, অর্থ সম্পাদক এস এম সিয়াম অসি,সদস্যরা হলেন, মোঃ শাহেদ, মোঃ শাহেদ, মোঃ হিমেল,মোঃ শান্ত, মো সৌরভ, মোঃ ফারদিন, মোঃ ইয়ামিন, মোঃ খাইরুল ইসলাম,মোঃ স্বপ্ন, মোঃ সাকিব কান পরিষদ, মোঃ নিরব হোসেন, মোঃ আকরাম, মোঃ ইব্রাহীম, মোঃ শিহাব সাদিক।

এ সময় নব নির্বাচিত মানিকগঞ্জ পৌর  ছাএ অধিকার পরিষদের  নেতৃবৃন্দ সকলের সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করেছেন। ইতিমধ্যেই নির্বাচিত করায় বিকেল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাদের কে অভিনন্দন জানাতে শুরু করে দলীয় নেতাকর্মী সহ বিভিন্ন মহল।

মানিকগঞ্জ প্রতিনিধি,মো: আরিফুর রহমান অরি

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It