মো: মোজাম্মেল—হক (সাদ্দাম)
সরকারের খাদ্য অধিদপ্তরের নিয়ন্ত্রণে ও এম এস, যেখান থেকে বাজার দামের চেয়ে অনেক কম দামে চাল এবং আটা নিয়ে অসহায় হতদরিদ্র মানুষ গুলো পরিবার—পরিজন নিয়ে কোনরকম খেয়ে দিন কাটাতো।
গত ৯ অক্টোবর একটি নোটিশ জারি করা হয় সেখানে পুরাতন ডিলার বাতিল করে নতুন ডিলার নিয়োগ দিবে বলে,এ বিষয়টি ব্যবসায়ী মহলে ছড়িয়ে পড়ার পর ব্যবসায়ীরা ক্ষুদ্ধ হয়ে হাইকোর্টে রিট করে। ১২ ই নভেম্বর হাইকোর্টের শুনানি শেষে ও এম এস এর ডিলার বাতিল করার আদেশ স্থগিত করে।
পুরাতন যে ডিলার ছিল তাদের কার্যক্রম আগামী ৩০ এই জুন ২০২৫ পর্যন্ত সচল থাকবে বলে বলা হয়, কিন্তু হাইকোর্টের নির্দেশ অমান্য করে অসংখ্য ডিলার বাতিল করেছে বলে জানা যায়।
তথ্য সংগ্রহ করতে গিয়ে দেখা যায় ৪ দয়াগঞ্জ গেন্ডারিয়া রোডে, একটি সুনামধন্য ব্যবসা প্রতিষ্ঠান বিনিময় ট্রেডার্স এর ও এম এস এর ডিলারটিও বাতিল হয়ে গেছে যেখান থেকে সপ্তাহে প্রায় ১২০০ অধিক লোক চাল এবং আটা নিয়ে জীবন যাপন করতো, বিনিময় ট্রেডার্স এর মালিক মোঃ তরিকুল ইসলাম এর সাথে সরাসরি কথা বলে জানা যায়, তিনি বলেন আমি সরকারের সকল নিয়ম—নির্দেশনা মেনে দোকান পরিচালনা করতাম, ডিলারশিপ নেওয়ার পর থেকে আজ পর্যন্ত কোনদিন কোন অনিয়ম করিনি সততার সাথে ব্যবসায়িক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছিলাম, কোন মানুষের কাছে আমার বিরুদ্ধে কোন অনিয়মের রিপোর্ট পাবেন না ইনশাল্লাহ।
বিনা কারণে আমার লাইসেন্সটি বাতিল করে দিল,আমি সহ মোট ১৪ জন একত্রিত হয়ে খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক বরাবর দরখাস্ত করি কিন্তু কোন লাভ হইল না ভাই যেমন গরিব মানুষ গুলি হাহাকার করছে তেমন আমি ও আমার কর্মচারী এবং ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে অনেকক্ষতিগ্রস্ত।
গেন্ডারিয়া এলাকার কিছু দরিদ্র মানুষের সাথে কথা বলে জানা যায় তরিকুল ইসলাম একজন সৎ এবং পরোপকারী ব্যক্তি তার রয়েছে কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান দরিদ্র মানুষকে তিনি সর্বদাই দান করেন কেউ বিপদে পড়ে তার কাছে গেলে সে কখনো তাকে খালি ফিরায় না। অল্প টাকায় চাল আর আটা পাইতাম তাদিয়া দুবেলা দুমুঠো খেয়ে দিন কাটাইতাম বাবা আটা এবং চাল দেওয়া বন্ধ হয়ে যাওয়ার পর থেকে কোনদিন খেয়ে, কোনদিন না খেয়ে অর্ধ অনাহারে দিন কাটাচ্ছি যদি আবার চাল আটা দেয়া শুরু করতো তাহলে হয়তোবা বাচতে পারতাম একথা বলে কান্নায় ভেঙে পড়েন জহুরা বেগম।
প্রযুক্তি সহায়তায়: Star Web Host It
Leave a Reply