1. anusandhanteam@gmail.com : anusandhanteam anusandhanteam : anusandhanteam anusandhanteam
  2. chtvoice24@gmail.com : chtvoice24 : chtvoice24 chtvoice24
  3. dailykushtiatimes@gmail.com : dailykushtiatimes dailykushtiatimes : dailykushtiatimes dailykushtiatimes
  4. news@gmail.com : news :
  5. somoyersathetv@gmail.com : somoyersathetv somoyersathetv : somoyersathetv somoyersathetv

সাদিয়া আয়মনের বিচার দাবি নেটিজেনদের!

  • আপডেটের সময় : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
  • ৪৪ টাইম ভিউ

ডেস্ক রিপোর্ট  :

কিছুদিন আগেই একজন বিনোদন সাংবাদিকের সঙ্গে ঝামেলা বাধিয়ে বেশ সমালোচিত ও নিন্দিত হন অভিনেত্রী সাদিয়া আয়মান। এবার মধ্যরাতে নিজের ওয়েব ফিল্মের সস্তা প্রচারণা করতে গিয়ে নেটিজেনদের আতঙ্কে ডোবালেন এই উঠতি অভিনেত্রী। তবে তার ফেসবুক লাইভে আসার কারণ বুঝতে পেরে চটেছেন নেটাগরিকরা। ফেসবুক লাইভে এসে এমন হটকারি কর্মকাণ্ড করায় সাদিয়ার বিচার দাবি করছেন কেউ কেউ।সাদিয়া’র ফেসবুক লাইভটি নিয়ে সামাজিক মাধ্যমে হচ্ছে তুমুল সমালোচনা। কেউ তাকে এক হাত নিয়ে পোস্ট দিচ্ছেন। আবার কেউ কমেন্টে ঝাড়ছেন। এক নেটিজেন মন্তব্যের ঘরে লেখেন, ওর (সাদিয়া আয়মান) বিচার হওয়া উচিত। কেউ লিখছেন, বয়কট সাদিয়া আয়মান। কারও কারও মতে সাদিয়ার মতো অভিনয়শিল্পীদের বর্জন করা উচিত।জানা যায়, সোমবার দিবাগত মধ্যরাতে নিজের ফেসবুক আইডি থেকে লাইভে আসেন সাদিয়া আয়মান। তিনি বলেন, গত কয়েকদিন আগে আমি একটা শুট শেষ করে বাসায় ফিরছিলাম, তখন রাস্তায় যাওয়ার পথে দেখি পা থেকে মাথা পর্যন্ত একজন কালো কেউ আমার গাড়ির সামনে চলে আসে। এরপর গাড়ি থামিয়ে নেমে দেখি সেখানে কেউ নেই।এরপর বলেন, এরপরে আমরা নিরাপদে সেখান থেকে বাসায় চলে আসি। তবে চলে আসার পরেও বাসার বিপরীত দিকে আবারও সেই ব্যক্তিকে দেখতে পাই। এই সময় সাদিয়া বলেন, আমি কথা বলতে কাঁপছি। কিছুক্ষণ আগেও বারান্দা থেকে দেখেছি সেই ব্যক্তি আমার বাড়ির নিচে দাঁড়িয়ে আছে।এরপর বারান্দায় চলে যান অভিনেত্রী। সেখানে গিয়ে কালো পোশাকে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে দেখান। এরপর কান্না করতে শুরু করেন। বাড়িতে তিনি বাদে আর কেউ নেই উল্লেখ করে বলেন, দেখুন আপনারা, ওই ব্যক্তি নিচে দাঁড়িয়ে আছে। বাড়িতে আমি বাদে এখন কেউ নেই… বলেই কাঁদতে থাকেন অভিনেত্রী।জানা গেছে,সাদিয়া’র এমন লাইভ দেখে মধ্যরাতে আতঙ্কিত হয়ে ওঠেন নেটিজেনরা। কেউ কেউ তাকে পুলিশ ডাকার পরামর্শ দেন। আবার উৎকণ্ঠা প্রকাশ করেন। এর কিছুক্ষণ পর সাদিয়ার ফেসবুক থেকে মুছে যায় লাইভটি। এতে আরও আতঙ্কিত হয়ে পড়েন নেটাগরিকরা। কেউ কেউ নিজেদের সোশ্যাল হ্যান্ডেলে পোস্ট করে তার খোঁজ জানার চেষ্টা করেন।নেটিজেনরা মাঝরাতে ঘুম হারিয়ে যখন সাদিয়াকে নিয়ে দুশ্চিন্তাগ্রস্থ ঠিক তখন অভিনেত্রী একটি ছবি প্রকাশ করেন ফেসবুকে। সেখানে দেখা যায় একটি ওয়েব ফিল্মের পোস্টার। কারও বুঝতে বাকি থাকে না ‘বিভাবরী’ নামের সে ওয়েব ফিল্মটির প্রচারণায় এই নাটক সাদিয়ার। এরপর থেকেই অভিনেত্রীকে ধুয়ে দিচ্ছেন ফেসবুক ব্যবহারকারীরা। ফেসবুকে চরম ট্রল হওয়ার কারণে নিজের ফেসবুক আইডি ডিঅ্যাক্টিভেট করে রেখেছেন সমালোচিত – বিতর্কিত এই অভিনেত্রী।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It