1. anusandhanteam@gmail.com : anusandhanteam anusandhanteam : anusandhanteam anusandhanteam
  2. chtvoice24@gmail.com : chtvoice24 : chtvoice24 chtvoice24
  3. dailykushtiatimes@gmail.com : dailykushtiatimes dailykushtiatimes : dailykushtiatimes dailykushtiatimes
  4. news@gmail.com : news :
  5. somoyersathetv@gmail.com : somoyersathetv somoyersathetv : somoyersathetv somoyersathetv

রাজার চোখেতে মোল্লা কান্দি, যুব সমাজের উদ্যোগে বিশাল ওয়াজ ও দোয়ার মাহফিলের আয়োজন।

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
  • ৩১ টাইম ভিউ

নিজস্ব প্রতিবেদক

আগামী ২ জানুয়ারি যুব সমাজের উদ্যোগে,রাজারচর চৈতাই মোল্লা কান্দি উকিল বাড়ির সামনে পল্লী শিশু কিল্লিক ক্লিনিক ও উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে যুব সমাজের উদ্যোগে ব্যাপক আকারে ওয়াজ ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাজারচর চৈতাই মোল্লা কান্দি যুব সংঘ নামে এই এলাকার স্থানীয় যুবকদের ফেসবুক পেজ (গ্রুপ) রয়েছে, তাদের উদ্যোগেই এই মাহফিলের আয়োজন।

এলাকার গ্রামবাসীদের সাথে কথা বলে জানা যায়, তারা এই ব্যাপারে অত্যন্ত উৎসাহিত, বর্তমান সময়ে যুব সমাজ নেশার দিকে ধাবি বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকান্ডের সাথে লিপ্ত হচ্ছে, মারামারি কাটাকাটিতে ব্যস্ত থাকছে,কিন্তু এই এলাকার যুব সমাজ একটু ব্যতিক্রম তাদের চিন্তাধারা আলাদা তারা সকলে দ্বীনের কাজ নিয়ে ব্যস্ত এছাড়াও বিভিন্ন সময় অসহায় হতদরিদ্র মানুষের পাশে গিয়ে দাঁড়ায়।

সর্বদা তারা সমাজকে এগিয়ে নিয়ে যেতে অক্লান্ত পরিশ্রম করে আসছে, একে অপরের বিপদে আপদে সর্বদা পাশে থাকে।

গ্রামের মুরুব্বিদের সাথে কথা বললে তারা জানান, দেশের বিভিন্ন জায়গায় মারামারি কাটাকাটি হানাহানি লেগেই আছে কিন্তু আমাদের গ্রামেরযুব অন্য সমাজের যুবকদে তুলনায় তাদের চিন্তাধারা একটু ব্যতিক্রম।

আমাদের সমাজের সবাই শান্তিতে বসবাস করছে। একে অপরের সুবিধা ও অসুবিধা সুখ দুঃখ ভাগাভাগি করে নিচ্ছে, আমাদের এখানে কোন মারামারি কাটাকাটি হানাহানি নেই আমরা সবাই মিলেমিশে আছি শান্তিতে বসবাস করছি।

যুব সমাজের এই ধর্মীয় উদ্যোগে আমরা আনন্দিত এবং সবাই তাদের পাশে আছি আমরা তাদের আল্লাহ তাআলার দ্বীনের কাজের জন্য সার্বিকভাবে সহযোগিতা করব তাদের পাশে থাকবো।

এ বিষয়ে পল্লী শিশু ফাউন্ডেশন অফ বাংলাদেশের নির্বাহী পরিচালক ও পল্লী শিশু কিলিনে এবং উচ্চ বিদ্যালয়ের জমি দাতা, আব্দুস সামাদ উকিল সাহেবের সাথে মুঠো ফোনে জানতে চাইলে তিনি বলেন, আমার গ্রামের যুব সমাজ তাদের চিন্তাধারা এবং কার্যক্রম কে আমি সাধুবাদ জানাই,আমি সার্বিকভাবে তাদের সহযোগিতা করব ইনশাআল্লাহ, ভালো কাজের পাশে আমি সবসময় ছিলাম আছি আল্লাহ আমাকে যতদিন হায়াতে বাঁচিয়ে রাখে আমি ভালো কাজের পাশে থেকে সহযোগিতা করব সর্বদাই আমাকে ভালো কাজের পাশে পাবে ইনশাল্লাহ।বিগত দিনেও আমি ভালো কাজের পাশে ছিলাম আগামী দিনও থাকবো আমি আমার এলাকার যুব সমাজের সর্বদা মঙ্গল কামনা করি তারা যেন সর্বদা ভালো কাজ করে এবং মানুষের উপকার করে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It