নিজস্ব প্রতিবেদক:
২ জানুয়ারি যুব সমাজের উদ্যোগে,রাজারচর চৈতা মোল্লা কান্দি উকিল বাড়ির সামনে পল্লী শিশু ক্লিনিক ও উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে যুব সমাজের উদ্যোগে ব্যাপক আকারে ওয়াজ ও দোয়ার মাহফিলের আয়োজন হয়েছে আজ ।
প্রধান অতিথি : মাওলানা আব্দুল্লাহ মোহাম্মদ হাসান (পীর সাহেব বাহাদুরপুর)।
প্রধান বক্তা : মুফতি আল আমিন সাইফি, (প্রতিষ্ঠাতা পরিচালক বাংলাদেশ কোরআন শিক্ষা রিচার্জ সেন্টার-ঢাকা)
বিশেষ বক্তা : হাফেজ মাওলানা মুফতী কারী খাইরুল আমিন (খতিব বাইতুল ফালা জামে মসজিদ সাভার)।
আর ওয়াজ করবেন : মুফতি কাওসার আল হাবিব (শরীয়তপুর)।
সভাপতিত্ব করেন: জনাব আব্দুস সামাদ উকিল।
সরজমিনে গিয়ে দেখা যায়, হাজারো ধর্মপ্রাণ মুসলমান গন সুশৃংখলভাবে বসে মনোযোগ সহকারে বক্তাদের কুরআন ও হাদিসের আলোচনা শুনছেন।
আছর নামাজের পর থেকে এই অনুষ্ঠানের শুরু হয় রাত্রি ১২:৩০ ঘটিকায় সভাপতির বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা হয় এবং মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্ত হয় অবশেষে প্রত্যেকে তবারক বিতরণ করা হয় ।
সভাপতি জনাব আব্দুস সামাদ উকিল তার বক্তব্যে বলেন, আমি আমার গ্রামের প্রত্যেক যুবককে ধন্যবাদ জানাই আজকের এই সুন্দর একটি আয়োজন সকলকে উপহার দেওয়ার জন্য, সেই সাথে জানাই প্রত্যেক মুসলমান নর-নারী সকলকে নামাজ পড়তে হবে, ইসলামের দিকনির্দেশনা মেনে চলতে হবে,সর্বদা যুবসমাজের যারা আছো তাদের ভালো কাজ করতে হবে,আমি ভালো কাজের সাথে ছিলাম আছি আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখে ততদিন থাকবো এবং তোমরা আমাকে পাশে পাবে ইনশাল্লাহ। তিনি সকলের উদ্দেশে আরও বলেন যেহেতু আমাদের এখানে একটি বড় স্কুল রয়েছে সেহেতু আমাদের আশেপাশের ছেলেমেয়েদের শিক্ষা গ্রহণের সুযোগ সুবিধা অনেক বেশি তাই প্রত্যেক বাবা-মা যেন তার ছেলেমেয়েদের শিক্ষা গ্রহণের দিকে নজর দেন এবং তাদের স্কুলে পাঠান যাতে প্রত্যেকের সন্তান সুশিক্ষায় শিক্ষিত হয় পাশাপাশি তারা ইসলামিক শিক্ষা লাভ করে।
প্রযুক্তি সহায়তায়: Star Web Host It
Leave a Reply