1. anusandhanteam@gmail.com : anusandhanteam anusandhanteam : anusandhanteam anusandhanteam
  2. chtvoice24@gmail.com : chtvoice24 : chtvoice24 chtvoice24
  3. dailykushtiatimes@gmail.com : dailykushtiatimes dailykushtiatimes : dailykushtiatimes dailykushtiatimes
  4. news@gmail.com : news :
  5. somoyersathetv@gmail.com : somoyersathetv somoyersathetv : somoyersathetv somoyersathetv

পালিয়ে শেষ রক্ষা হলো না আইন মন্ত্রীর এপিএস জীবন গ্রেপ্তার।পালিয়ে শেষ রক্ষা হলো না আইন মন্ত্রীর এপিএস জীবন গ্রেপ্তার।

  • আপডেটের সময় : সোমবার, ২১ অক্টোবর, ২০২৪
  • ৭২ টাইম ভিউ
পালিয়ে শেষ রক্ষা হলো না আইন মন্ত্রীর এপিএস জীবন গ্রেপ্তার।

পালিয়ে শেষ রক্ষা হলো না আইন মন্ত্রীর এপিএস জীবন গ্রেপ্তার।পালিয়ে শেষ রক্ষা হলো না আইন মন্ত্রীর এপিএস জীবন গ্রেপ্তার।

এসএম নাইমুল ইসলাম জিহাদ (অনুসন্ধান টিম ব্রাহ্মণবাড়িয়া)

কসবা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক আইনমন্ত্রীর সাবেক এপিএস ও সাবেক কসবা উপজেলা চেয়ারম্যান রাশেদুল কাওসার ভূঁইয়া জীবনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল শনিবার ১৯ অক্টোবর রাতে পুলিশ তাকে গ্রেপ্তার করেন। ঢাকার কাকরাইলে এক বেসরকারি হাসপাতাল থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে পল্টন থানায় নিয়ে যায়। পল্টন থানার ওসি জানান, হত্যা মামলায় জীবনকে গ্রেপ্তার করা হয়েছে।

রাশেদুল কাওসার জীবন কসবা উপজেলার বায়েক ইউনিয়নের কোনাঘাটা গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক আবদুর রশিদ ভূইয়ার ছেলে। গত ৫ আগষ্টের পর থেকে তিনি পলাতক ছিলেন।

রবিবার তাকে ১০ দিনের রিমান্ড চেয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। তার বিরুদ্ধে ২০২২ সালের ১০ ডিসেম্বর বিএনপির ডাকা এক দফা দাবী আদায়ের আন্দোলনের কর্মসূচিতে হামলা, কেন্দ্রিয় কার্যালয়ে ভাংচুর, হত্যাসহ বিস্ফোরক মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

থানা সুত্রে জানা যায়, ২০২২ সালের ১০ ডিসেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এক দফা দাবি আদায়ের লক্ষ্যে বৃহত্তর আন্দোলন কর্মসূচীর ডাক দেয়। আন্দোলন কর্মসূচীতে সারাদেশ থেকে নেতাকর্মীরা বিএনপি কেন্দ্রিয় কার্যালয়ের সামনে এসে জড়ো হতে থাকে।

আন্দোলনকে নস্যাৎ করতে এই মামলার অন্যান্য আসামী ও আটককৃতসহ ৫/৬ শত লোক ত্রাস সৃষ্টি করে নয়াপল্টন বিএনপির কেন্দ্রিয় কার্যালয়ে হামলা,ভাংচুর, ককটেল বিষ্ফোরন ও গুলিবর্ষন করে। ওই সময় এতে কেন্দ্রীয় কার্যালয়ের গুরুত্বপুর্ণ কাগজপত্র ও অন্যান্য সরঞ্জামসহ প্রায় ৪৭ লাখ টাকার ক্ষতি হয়।

এ সময় মকবুল হোসেন নামে এক বিএনপি কর্মী গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে মারা যায়। এ ঘটনায় পল্টন থানায় গত ৩০ সেপ্টেম্বর ২০২৪ মামলা রুজু হয়। মামলা নং- ৪৮। ওই মামলায় তাকে শনিবার রাতে গ্রেপ্তার করে পল্টন থানা পুলিশ।পরে রবিবার তাকে বিজ্ঞ চীফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট আদালতে প্রেরন করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( তদন্ত) রিপন দাস জানান, তাকে ঢাকার পল্টন থানার একটি মামলায় গ্রেপ্তার করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It